মহামারি শেষে যদি না ফিরি?
প্রিন্স রোমান পিকিউ


মহামারি শেষে যদি না ফিরি,
যদি কম্বোলে লেগে থাকা আঁচড়-
চটচটে মোচড় জাগায় বুকে?
যদি ছোঁয়াচে হয়ে মড়ি?
আমায় জড়ায়ে কাঁদবে-কি, বিদায়ে?


আমার জামা ঘড়ি জুতো-
টেলিফোন কিংবা চশমাটা!
খোকার জন্য স্মৃতি করে রাখবে কি?
খোকার বয়স কত এখন?
কোভিট ১৯'র খবর সেও পায় কি?


তুমিও ঝুঁকিতেই আছো-
গর্ভকালীন সময় তোমার।
দূর্বিচার, ব্যাভিচারের পৃথিবীতে-
নারী কখনোই বিপদমুক্ত নয়-


সাবধানে থেকো।
মহামারি শেষে যদি না ফিরি-
টেলিফোন অথবা চশমাটা রেখো-
খোকার জন্য।


অন্তত একটা প্রজন্ম-
দেখার, সাধ ছিলো আমার.....