আজ থমকে গেছে পৃথিবীর সব আয়োজন।
আজ থেমে গেছে পৃথিবীর সব আলাপন।


তবুও থেমে যায়নি আল্লার কোনো নিদর্শন।
বন্ধ হয়নি আল্লার কোনো রহমত।


আজ নিস্তব্ধ হয়ে গেছে পৃথিবী।
তবুও সূর্য হারায়নি তার গতি।
আজ সবাই পেয়েছে কাজের ছুটি।
আজরাইলের নাই কোনো মুক্তি।


আজ বন্ধ হয়েছে স্কুল কলেজ,বন্ধ হয়েছে অফিস আদালত।
তবুও বন্ধ হয়নি আল্লার সাথে যোগাযোগের কোনো পথ।


আজ থেমে গেছে ইহকালের সব কাজ কারবার।
এখনি সময় পরকালের পুঁজি সঞ্চয় করার।


শুকরিয়া আদায় কর ঐ মাবুদের।
যিনি পারতেন করতে নিঃস্ব আমাদের।
যিনি পারতেন সূর্যকে থামিয়ে দিতে।
যিনি পারতেন চন্দ্রকে চিরতরে ডুবিয়ে দিতে।