তুমিও মানুষ আমিও মানুষ
নাই ভেদাভেদ নাই,
রাজা-প্রজা, উজির-নাজির
পার্থক্য কিসে ভাই!


রাজপ্রসাদে থাক তুমি
কর জসনাই,
কুঁড়েঘরে থাকি আমি
একি মোর অন্যায়!


প্রাণ ছাড়া দেহের যেমন
কোনো মূল্য নাই,
সুখ ছাড়া রাজপ্রসাদের
তেমন কোনো মূল্য নাই।


টাকা পয়সা আছে তোমার
আছে ক্ষমতা,
নীতিবাক্য তোমার মুখে
যায় না শোনা।


গায়ের জোর আছে বলে
দেখাও ক্ষমতা,
গরিব দুঃখীদের সাথে
নাই সমতা।


সৃষ্টি জীবের ঘৃণা করলে
তুমি কেমন মানুষ হলে!
বিবেক বিচার না থাকলে
পশু বললে ভুল কিসে!