জালিম সরদার
শাহনেওয়াজ শাহ্


সরদারের কাজ বিচার করা
করে যে অবিচার,
মানুষ নয় জানোয়ার সে
বিবেক  নাই যে তার।


সরদার নয় জালিম সে
করে যে সরদারি,
টাকার কাছে ইমানটাকে
করে যে বিক্রি।


মুসলিম নয় মুনাফিক সে
বলে যে মিথ্যা,
খোদার কসম খেয়েও
মিথ্যা বলতে নাই যে দ্বিধা।


আবু জাহেল গেল, ফেরাউন গেল,  
নমরুদ ও বাঁচল না।
তাদের বংশধর হয়ে তুমি
কখনো রেহাই পাবে না।


ক্ষমতার বলে ইহকালে
যদিও পাও রেহাই,
পরকালে খোদার কাছে
পাবে না যে ঠাঁই।


ভাল হয়ে যাও জালিম তুমি
এখনো সময় আছে,
আর কতকাল অন্যের টাকায়
তোমার পকেট ভারি করবে!