একদিন আমি হারিয়ে যাব এই রঙিন পৃথিবী ছেড়ে।
একদিন আমি চলে যাব পৃথিবীর সব মায়া ছিন্ন করে।


এই চাকচিক্যময় পৃথিবীতে মরিচীকার পিছে ছুটে শেষ করে দিচ্ছি নিজেকে।
এই লাভণ্যময় দুনিয়াতে মিছে স্বাদ গ্রহণ করে বিপদের দিকে ঠেলে দিচ্ছি নিজেকে।


এই জীবনে সুখের পিছু ছুটে কোথাও সন্ধান পেলাম না।
আসল সুখ বিরাজ করে একমাত্র স্রস্টার কৃপাতেই।


একদিন আমার প্রিয়জনেরাও বলবে তারাতাড়ি মাঠি দেও তাকে।
আমার শুভাকাঙ্ক্ষীরা চোখের জল ফেলবে আর দোয়া করবে।


বন্ধু বল বান্ধব বল কেউ যাবে না    আমার  বদলে।
টাকা পয়সা অট্টালিকা কেউ আমার সাথী হবে না।


যেদিন আমি থাকবনা মনে রেখে আমায় মনে রেখ।
আমার কবরে ফুল না দিয়ে পারলে একটু কোরআন পড়িও।