আজরাইল তোমায় ছাড়বে না,বলবে না তুমি নেতা।
মৃত্যু থেকে বাঁচবেনা, যতই থাকুক তোমার ক্ষমতা।


যতই থাকুক টাকা পয়সা,মৃত্যু থেকে বাঁচবে না।
কি হবে এত টাকা দিয়ে আজরাইল-ত ঘোষ নেয় না।


তবে কেন এত জুলুমতি? তবে কেন এত দূর্নীতি?
তুমি কী একদিন মরবে না।


মরার পরে কবরের আজাব সইতে তুমি পারবে না।
সাপ বিচ্ছু কামড় দেবে,মাটি দিবে চাঁপা।
সেই চাপাতে পাজর ভাঙ্গবে তবুও তুমি মরবেনা।


হাশরের মাঠে দাড় করাবে পাল্লা দিয়ে নেকী মাপবে,
মাপবেনা টাকা পয়সা,মাপবেনা তোমার ক্ষমতা।


তবে কেন এত বেটাগিরি ? তবে কেন এত জালিয়াতি? কবরে কি যাইবা না?


পুলসিরাতের সরু পথ দিতে হবে পাড়ি,না দিতে পারলে পাড়ি জাহান্নাম হবে বাড়ি।