অপরূপ সৌন্দর্য্যের নিখিল ভূমি
আমাদের গ্রাম রূপসী পল্লী।
সবুজে ঘেরা অপরূপ দৃশ্য
মাঠ  ভরা সোনালী শস্য।


পাড়া গাঁয়ের পাশ ঘেষে
বয়ে গেছে এক ছোট্ট নদী।
বর্ষার থৈ থৈ পানির ঢেউ
সর্ব লোকের নজর কাড়ে।


বৈশাখ মাসে গায়ের বিলে
শাপলা আর পদ্ম ফুল ফুটে।
নগর থেকে নানা লোকে
ছুটে আসে পদ্ম দেখতে।


আম, জাম, কাঁঠালের সমারোহ
জৈষ্ঠ্য মাসে নানা ফলে ভরপুর।
সুস্বাদু-মিষ্টি ও খাঁটি ফল পেতে
গ্রামের কোনো বিকল্প নেই বটে।


গ্রামের বিচিত্র গাছ গাছালিতে
স্বাস্থ্যকর পরিবেশ গড়ে উঠে।
মেঠোপথ দিয়ে পাহাড়ের চূড়ায় উঠে
দর্শনার্থী রূপের বাহারে মুগ্ধতা খুঁজে।