উদ্ভিদ- এতো মাঠি ভেদ করে উঠা এক জীব
যার উদ্ভব ও জীবনাবসান সবই প্রাণীর তরে।
উদ্ভিদ- সৃষ্টি জগতের শ্রেষ্ট সেবক
মাটি ভেদ করে উঠা থেকে শুরু করে মাটিতে নেতিয়ে পরার পরও তার সেবার অন্ত নেই।


সে অহরহ দিয়ে যাচ্ছে শ্বাস গ্রহণ ও দহনকার্যের জন্য অপরিহার্য এবং স্বাদ, বর্ণ ও গন্ধহীন বায়বীয় মৌলিক পদার্থ অক্সিজেন।
সে আমাদের ত্যাগ করা বর্ণ ও গন্ধহীন গ্যাস কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে।


উদ্ভিদের উপর ভিত্তি করেই প্রাণীর বসবাস
গাছপালা, তরুলতা, বিটপী, দ্রুম, গুল্ম, ভেষজ সবই অহর্নিশ সেবা করে যাচ্ছে সমস্ত প্রাণী জগতের।


সে তার ফুল, ফল, দেহ, কান্ড, মূল, শাখা-প্রশাখা সবই বিলিয়ে দিচ্ছে অন্যের তরে।
সে আত্মপর, স্বার্থপর, ঈর্ষা, বিদ্বেষ নয়, পৃথিবীর প্রাণীদের শিখিয়ে দিচ্ছে মানবতা কারে কই!


সবুজ বৃক্ষের ন্যায় যথার্থ হৃদয়াবান হয় না মানুষ
হয় না সে উন্মুক্ত উদার।
উদ্ভিদের ন্যায় পরোপকারী হয়না মানুষ
হয় না সে বিবেকবান।