অ্যাসাইলামের মেঝেতে নগ্ন পায়ের ঊষ্ণতা ---
বিমনে লবের গণনায় বুদ্ধ মানুষজন।
সূর্যের স্রুত আভা বুঝিয়ে দিল ফটক খুলেছে ---
৩৫১ দিন পর ভার্চুয়াল মা আবার তাদের সম্মুখীন;
মা বিমূর্ত মা নিষ্প্রাণ দেখেও তবু তাকে
উদাসীন মনে হয়।
গণেশ পড়েছে ফ্লুরোসেন্ট ধুতি -- লক্ষ্মী দুর্লভ জামদানি;
যুদ্ধপ্রবণ কার্তিক আজ র্নিবাসিত; সরস্বতীর
মুখে অহংকারের ছাপ।


মনন থেকে অনেক দূরে --- এক পরিত্যক্ত নগর:
কেশমূলধারী নেশাখোর ভিক্ষুক দ্বারে দ্বারে।
সঙ্গে তার র্শীণা স্ত্রী। থলেতে ছেলের মন্ডা,
সন্তানের খুদ। মায়ের এক হাতে পুস্তক আর
এক হাতে কন্যার লাজবস্ত্র।


কালের গতি বক্রবহ --- উত্তর ফাল্গুনীর দিকে
আমাদের ও তাই, হে বৈবস্বত, ক্ষমা করো; ---
অ্যাড্রোয়ানজি আজ কোমায় পড়ে কাঁদছে।
তাকে বাঁচাইতে পারি না।