একরত্তি  প্রেম কি দিবি?
এক ঝিনুক দৃষ্টি!
একবিন্দু তোর,  যেটুকু
আমার জন্য সৃষ্টি।


একটুখানি স্পর্শ দিবি?
একটুখানি আশা!
দুপুর ছাদে জরিয়ে ধরে
একটু ভালোবাসা।


নদী চুলের ছায়া  দিবি?
কাদা ঘুমের ঘোরে!
আদম-ইভের স্বপ্ন দিবি
হাত রেখে অন্তরে।


পাকাগিন্নী বকুনি দিবি?
বৃষ্টি ভিজে এলে!
অবাদ্ধতা সবটা বাধা
একটু তোকে পেলে।


দু-চার ফোঁটা ওষুধ দিবি?
একশো চার জ্বরে!
তালপাতার পাখায়  দিবি
বাতাস প্রান ভরে।


বিহুর পরব... নাচতে যাবি?
মনমাতানো  সুরে !
একটা বেলা আমি আর তুই
তেপান্তরের দূরে।


নেশার  দেশে ঘুরতে যাবি?
এক সিরিঞ্জ ডোজে!!!!
সমাজ  ভুলে হারিয়ে যাব
বন্যতার খোজে।


লিথেল সুখের মৃত্যু দিবি
খুশির হাসি মুখে
অন্য কারো সঙ্গে যাবি
অন্যরকম সুখে


একটুকু নয়, সবটা দিবি??
পরন্ত এ বেলা
বাকিটা থাক স্বপ্নজালে
ঝাপসা  অবেলা।