এখন অনেক রাত, নিশি প্রায়,
চারদিক যেন নিস্তব্ধ অবস্থায়।
অন্ধকার গ্রাস করে রেখেছে
সমস্ত পৃথিবী টাকে।
তবু যেন আজ তাঁর চোখে ঘুম নেই
সারা রাত জেগে রয়েছে সে,
ঘুম যেন তাঁর চারপাশ ঘুরে বেড়াচ্ছে
যেমনটা ঘুরে পৃথিবী সূর্যের চারিদিকে,
এক অসহায় পথিক হয়ে।
চোখে তাঁর এখনো অপূর্ণ স্বপ্ন গুলো
খেলে চলেছে অবিরত
সেও আপন খেলায় গভীর ভাবে রত।
রাত্রি প্রায় শেষের দিকে
শেষ প্রহর টা যেন উঁকি মেরেছে
রাত্রি পোহাইলে নতুন ভাবে সূর্যের আগমন ঘটবে
কাটবে সমস্ত অন্ধকার
নতুন আলোয় আলোকিত হবে
এই জনারণ্যের মায়াবী সংসার।