আমার আমিটা মূল্যহীন
তুমি না থাকার কারণে।
নীলাকাশ যদি হয় মেঘহীন
তবে বৃষ্টি চাই কেমনে?


বৃষ্টিহীন ফসলের জমি
হয়ে উঠে যেমন চৌচির,
তুমি বিহীন তেমনি আমি
ওগো হয়ে উঠি অস্থির।


একলা আমি শূন্য মাঠে,
শূন্যতায় ভরা আমার মন।
শূন্য তরী নদীর তটে,
বাঁধা থাকে গো সারাক্ষণ।