সময়ের ব্যবধানে মানুষ এতোটা নীচে
কী করে যে নামতে পারে, সত্যি বিষ্ময়কর!
মানুষের মধ্যে এতো হীন পরিবর্তন যে,
দেখে ঘ্যান্না জাগে মনে, থু থু নিরন্তর!


সময়ের এইটুকু ব্যবধানে মানুষ যে
নোংরামির সীমানাটা গিয়েছে ছাড়িয়ে।
পরক্রিয়া প্রেমে নারী আপন মানুষ ছাড়ি
অন্যজনের ঘরে পা দিয়েছে বাড়িয়ে।


এ হেন পরিবর্তনে কাকে দায়ী করবে তুমি?
বঙ্গে ব্রিটিশ সংস্কৃতি দায়ী করি আমি।
ইদানিং বঙ্গনারী পোশাকে যায় না চেনা,
স্বভাবে ব্রিটিশ ভাব পুরু ষোল আনা।


বিষ্ময়ের ঝড় উঠে যখন এসব ভাবি,
সহজে মিটে যখন যে কারোর দাবী।
রাস্তাঘাটে ওপেনিং অবাধ প্রেমের ঝড়,
ভেঙ্গ যাচ্ছে প্রতিদিন দম্পতির ঘর।


অবাক হই, যখন মধ্য বয়সী রমণী
কোন বালকের প্রেমে হাবুডুবু খায়।
চল্লিশ উর্ধ্ব পুরুষ ষোড়শী কন্যার গায়ে
লোলুপ দৃষ্টিতে চেয়ে ভোগ করতে চায়।


মস্তিস্কের কোষগুলো আহত করছে আমায়
এতোটা পরিবর্তন কী করে সম্ভব!
লালশাতুর শ্বশুর যখন পুত্রবধূর
ধর্ষক হোন, তখন ক্রন্দন নীরব।
______________________
অক্ষরবৃত্ত (চৌপদী দীর্ঘ পয়ার)
রচনাকাল : ০৫ আগস্ট ২০০৯ খ্রী:
সম্পাদনাকাল: ১৫ জুন ২০১৮ খ্র :