পৃথীবি, তুমি আবার আদিম হও।
যেখানে পৃথীবি প্রাণ শূন্য
জীবন জনহীন,
এক দগদগে অগ্নিপিন্ড।
পুড়িয়ে দাও হিংসা, অবিশ্বাস অার লোভ।


হে পৃথীবি, তুমি আদিম হও।
আজ তোমার ভবিষ্যত বিপন্ন,
আগামি (শিশুরা) আজ
হয় ধর্ষিতা না হয় লান্ছিতা,
হয় ঘরহারা রিফিউজী না হয় মৃত্যুপথযাত্রী।


সবুজহীন কেবল বারুদ বুলেট
আর ঝলসানো মাংসের গন্ধে বিপন্ন শৈশব।


হে পৃথীবি, তুমি আবার আদিম হও
নতুবা বাসযোগ্য.......।