আজ  আমি সমুদ্র সঙ্গিনী,
ধূ  -ধূ  বালিয়াড়ি, আ -সমুদ্র -
আর আমি ।
মাঝে মাঝে ইর্ষা কাতর উতল হাওয়া ।
সমুদ্র সঙ্গমে আবার আমার আমিকে -
খুঁজে নেব এই আশায় - - -।  
দূরে নীল নীলিমায় মিশে থাকা সমুদ্রের
প্রবল উচ্ছাস, আলিঙ্গনের তৃষায় ।


আজ আমি ভরিয়ে তুলব নিজেকে,
সামুদ্রিক গভীরতায় ।