জীবনের কঠিন আবরণে -
মনের মৌন প্রকাশ ও হারিয়েছ,
পথ ভুলেছে বেদনা অশ্রুরাও।


দেখনা পার কিনা -
ক্ষয়ে যাওয়া মনকে,
আগামী প্রভাতী  আলোর
সজীব দ্যুতিতে ভিজিয়ে নিতে।


দুঃখের বন্ধ্যাত্ব পেরিয়ে এসে
সুখের জন্ম দাও পাথুরে জীবনে,
সুখের উল্কি আঁক মন শরীরে।


জীবন শৈলীর খাঁজে খাঁজে জমে থাকা
শ্যাওলার শেকড়েও জন্ম নিক অর্বুদ।