কু  ঝি -ক,  ঝি -ক   কু ......
বাতাসের সঙ্গে মিশে যেতে যেতে
চাপা দীর্ঘশ্বাস আর যন্ত্রণার প্রতিধ্বনি শুনিয়ে যায়।


ঠাসাঠাঠি পাশাপাশি  ভীর,
চুয়ে পরা ঘামে ভিজতে ভিজতে
পাওয়া না পাওয়া, দুঃখ যন্ত্রণার
গল্প শুনতে শুনতে -
রোজ যাত্রীর -    আশা,  আকাংক্ষা, ভরসাকে
ঠিক সময় ঠিক গন্তব্যে পৌছে দেয়
রোজকার লোকাল ট্রেন  ।


ফুল তোলা পর্দা, বাতানুকূল কামরা
ঝাঁ - চকচকে ট্রেনটি
পাশের প্লাটফর্ম দিয়ে সদর্পে চলে যায়।


তুমি তখন ছুটি কাটাতে -
চিরায়ত বরফের দেশে চলেছ
স্বপ্নের আবেশে।


আর রোজ যাত্রীর ট্রেনটি -
আশা ভরসার খোঁজে ......