ভেবে ছিলাম রোদ্দুর হব,
খেলবো  দু -জনে,  মেঘ বৃষ্টি স্নান সেরে নেব।


জমে থাকা যত ঘুম,  মেঘ হয়ে উড়ে যায়
ঘুম ভাঙা রোদ আড় চোখে ফিরে চায়।


আমি তো পাইনি তোমার নিশ্চিত ঠিকানা
তবুও দিনের -
ছায়াপথ ধরে বিকেল ফিরে যায় রেখে যায় সন্ধ্যার উপমা।


হয়তো আবার সবটুকু ভিজে যাবে তুমি, নতুন বৃষ্টিতে
অচেনা চমকিত কোন বিদ্যুৎ ঝলকে।


আমি কি পারিনা ছুঁয়ে নিতে মন কিংবা আনুক্ষন?
যা তোমার একান্ত নিজ নিকেতন।


কেন বার বার ভেঙে দাও অনুভব?
যা আমারই শব্দে সাজান অথচ নীরব।