আবার একটা সম্পর্কে পতন
আরও একটা ঘর ভাঙার শব্দ -
ফাইল বন্দি হয়ে পৌঁছে গেল নিজের মতন
আইনি সীমানায়, রেশমি সুখের খোঁজে ।


হয়তো বা আরো উপড়ে ওঠার সিড়ি খুঁজে নেবে
খুঁজে নেবে খাঁজে খাঁজে জমে থাকা শেষ সুখ টুকু
ভাসিয়ে নিয়ে যাবে নিজেকে, নতুন জলোচ্ছ্বাসে
অতৃপ্ত অস্হিরতার সীমানা ছাড়িয়ে  ।


সঙ্পর্ক, মূল্যবোধ - পুরন কালচার, ব্যাক ডেটেড
আমৃত্যু বয়ে যেতে হবে এটা ঠিক নয় ,
আধুনিক আমাদের দিনক্ষণ, সময়ের অবয়ব  
কি জানি চলেছি কোন ঠিকানায় ?


এটা বুঝি কেবল সবুজের অভাব, একটু সবুজ নীল
ফিরিয়ে দিতে পারে চির চেনা সুখ অনাবিল ।