সদ্য ফোটা  সরষে ফুল মন, হলুদ রঙ মেখে,


কোন এক বিলিয়ে দেওয়া বাসন্তিক বিকেল
ভালোবাসার লাল রঙ মেখে নিতে -
ছুটে গিয়ে ছিল পলাশের কাছে ,


মেঘ, বৃষ্টি, রোদকনায় ভিজতে ভিজতে
সম্পর্কের সবুজ সাঁকো পেরিয়েছে -
জীবনের অনেকটা পথ ।


আজ দু - চোখে ধূসরতা লেগে যায় বার বার
জমাট কালো মেঘ রঙ,সম্পর্কের শস্য ক্ষেত জুড়ে -
আঁকিবুকি কাটতে কাটতে রক্তাক্ত করছে
মাঠ ভরা সবুজতা ।


জীবন পেয়ালার দগ্ধ বিবর্ণ মনকে
সোঁদা গন্ধ মাখিয়ে, শেষ বেলায় -
           'অপেক্ষায় -
কখন সেই, তুমিই এসে -
ছুঁয়ে দেবে, সেই ঘোরলাগা
        সবুজতায় ।