ঘাস ফড়িংটা শিশিরে পা ধুতে গিয়ে
ঘাসেদের শেকড়ে সময়ের দূর্গন্ধ পায়,
অনেক কষ্টে কান্না ভেঙে বেরিয়ে
এইমাত্র বলে গেল সে কথা  নির্দিধায়।


সে গন্ধ ক্রমশ গভীরে নামছে;
পিঁপড়েরা জানান দেয়, ডানায় ডানায়।


হেমন্ত জন্ম লগ্নে সময়ের বুকে
জমাট বরফ, আরো জমাট বাধে।
চলমান বর্তমান, স্বপ্ন ভবিষ্যৎ,কি জানি কি বলে?
শেকড় আলগা হয়, মাটি ভয়ে কঁাপে
      
মাটিতে ফিরবে ঠিক,মাটির গন্ধ সাজ;
এই আশায় আগামী বসন্ত মুখ চেয়ে আছে।
তোমাকে ছাড়তে হবে মাটির দখল রাজ,
গুটিকয় চেতনা আজও মাটি কামড়ে আছে।