দুঃখের ক্ষীর গুলোকে একটু একটু করে
জমিয়ে রাখি মন মাটির ভাঁড়ে,
সুখ গুলো রাতের শিশিরের মতন
হাওয়ায় মিলিয়ে য়ায়, ফুরনো রাতের প্রাতে।


দুঃখ গড়িয়ে পরে......
ছোট্ট ঘাসের বীজেও তো সুপ্ত প্রাণ থাকে
রোজ শিশির ভিজিয়ে য়ায় তাকে ,
কোন ভরাট রাত কি দাগের চিহ্ন গুলো
মুছে দিয়ে যেতে পারে,  সকালে রোদের সাথে ।


নাকি শুধু চাগিয়ে দিয়ে য়ায়
চাওয়া না পাওয়ার মধ্যের, না পাওয়া টাকে।