সময় আর বয়স
অনেক  কিছুই পাল্টে দেয় !
হঠাৎ আঁধারকে  ভালোবেসে ফেলেছি
তুমি হয়তো ভাবছো আঁধার কে কেন ?


নির্জন এক জঙ্গলের পাশে
অমাবস্যার এক ঘনঘোর অন্ধকারের রাত -
দশোদিশ  আঁধারের মেলা , পরিব্যাপ্ত  সব খানেতে
সেটাই পরম সত্য !
নেই কোনো উৎস আঁধারের
তুমি,আমি, এই পৃথিবীটা, এমনকি সারা মহাবিশ্ব
ডুবে আছি আঁধারের মাঝে -
আঁধার অনাদি, অনন্ত,
মহাপরাক্রমী, সর্ব -শক্তিমান !


হে আঁধার -
তোমাকে প্রণাম !


-------------------------------------------
Dr Pitish  Chowdhury   24/11/2018