আমি আলোকের রাজা  !
অন্ধকার  আমার খুব প্রিয় !
আলোকে আমি রাখতে চাই আমার থেকে
অনেক অনেক দূরে !
আমি যা করি সব অন্ধকারে করি
প্রবেশ নিষিদ্ধ আলোর আমার কর্মের রাজ্যে
স্বপ্নের দিঠকগুলি আমার
তোমার চোখের সামনে আলোয়ে ঝলমল  
করে বিস্মিত তোমার নেত্র ..
আমার  চোখে  তৃপ্তি
তোমার চোখে অনুভূত  
আমার সবল  স্থিতিতে …


তুমি আলোর সেবক
আলো সারা আর কি অন্য  বেশি তোমার?
আলোকের রাজা আমি অন্ধকার রাজ্যের
আমার কাছে তোমার আকাঙ্খিত সব কিছুই …


দেখ উপরের  ওই মহাকাশের মহাশূন্যের দিকে
অমোঘ অন্ধকার যেখানে শুধু…
অথচ সূর্যের মতো ভরে আছে
শত সহস্র আলো ভরা তারকা-স্বর্গঙ্গা   সেখানে..


তুমি হয়তো ভাবছো আমি অন্ধকারের রাজা ?
না, জ্বলে থাকি নক্ষত্রের মতোই আমি আমার শক্তি নিয়ে
মহাকাশের মহাশূন্যের মতো  আমার  অন্ধকার রাজ্যে …

রাজা আলোকের আমি !
প্রবল প্রতাপী!!


---------------------------
Dr Pritish Chowdhury             20/10/2017