বর্ষা  আসে
বৃষ্টির পথ দিয়ে
মেঘের সাথে মিলে
সমস্ত কেরামতি সূর্যের যেনো
ভেসে যায় বর্ষার জলে I


বর্ষা  আসে
বৃষ্টির পথ দিয়ে
ভিজিয়ে চাষীর ভূমি
স্বপ্ন ভরা কতো আশার বন্যা
নিয়ে আসে চাষীর মনে I


বর্ষা  আসে
বৃষ্টির পথ দিয়ে
বন্যা  সাথে নিয়ে
স্বপ্নভরা সেই চাষীর আশা
ভেসে যায় বন্যার জলে I


বর্ষা  আসে
বৃষ্টির পথ দিয়ে
বন্যা  সাথে নিয়ে
চোখের জলের বন্যা আসে
চাষী ভাইর দুই চোখে I


আর হেরে যায় চাষীর দুঃখের বন্যা
বর্ষার বন্যার কাসে  I


-------------------------
ডo প্রীতিশ চৌধুরী --  13/06/2017