প্রেমতো অবিনশ্বর
থাকে তা সর্বত্র ব্যাপী,
বার বার আসতে  না দিতে চাইলেও
প্রেম   এসে যায় বার বার কখনো
অই একটি জীবনে....
প্রেমতো আকাশের মতোই সীমাহীন
না আছে আকাশের মতো তার আরম্ভ
না সমাপ্তি I
প্রেমতো সমুদ্রের জল
সমুদ্রের জল কখনো কি যায় কমে  ?
যেভাবে কখনো বেড়ে যায় না তার জল I
প্রেমতো সূর্যের মতো জ্বলে অহরহ  
সূর্য কি কখনো হয় উদয় ?
হয় না সেইটি কখনো উদয়,
যেভাবে কখনো সেইটি  যায় না অস্ত,
রয়ে থাকে  জ্বলিয়ে তা অহরহ  
ঘূর্ণিয়মান পৃথিবীর এই পাশে অথবা ওই পাশে I


মানুষের অন্তর্বাসনা কখনো কি হয় শূন্য  ?  হয় না কখনো তা
যে ভাবে পূর্ণ হয় না  তা কখনো তাহার I
কি হতে পারে  আর অন্য কিছু
দ্রৌপদী   প্রদত্ত  সেই
প্রেমের সংজ্ঞা ? অথবা
প্রেমের ছলনাময়ী রূপ ?


সিক্ত করে রেখেছিলো  
প্রিয়তমা পত্নী  দ্রৌপদীকে
প্রেম-ভালোবাসার অপূর্ব বৃষ্টিতে
মহাভারতের পঞ্চ-পাণ্ডব,
তবুও কি  নিভিয়ে দিতে  পারলো  
জ্বলে থাকা সেই প্রেমের অগ্নি-শিখা
দ্রৌপদীর বুকের মাঝে...?
কি আখ্যা আছে সেই প্রেমের
যে প্রেম ছিলো দ্রৌপদীর
মহারথী কৃষ্ণের প্রতি,
যে প্রেম ছিলো দ্রৌপদীর
মহাবীর কর্ণের প্রতি ...
আছে সেই প্রেমের কোনো নাম ? অথবা
সেই প্রেমের কোনো সমাপ্তি ?


----------------------------------
ডo প্রীতিশ চৌধুরী --  26/06/2017