দুটোই ছিল অভিন্ন- কোনো এক সময় -
মন আর মুখ,
মুখ আর মন,
ছিল অভিন্ন- দুটোরই ভাষা,

ইদানিং- দুটো ভিন্ন,
দুটোর মাঝের সংযোগী  তার- বিচ্ছিন্ন !
আসলে সংযোগ কেটে  দিয়েছি আমরাই -
স্ব-ইচ্ছেই…


মুখের কথা- এখন  সর্বস্ব,
মনের  কথা- মরুভূমির মরীচিকা !


----------------------------------------
Dr Pritish Chowdhury    04/01/2019