সভ্যতার সিঁড়ি  দিয়ে আমরা যতই উপরে চড়ি না কেন,    
আত্মসন্তুষ্টিও - ততটাই হয়  দূরের  তারা I


পাল্টে যায় প্রেক্ষাপট,
পাল্টে যায়  পৃথিবীর চেহারাও  I


লক ডাউন ! লক ডাউন ! লক ডাউন !


স্তব্ধ-  প্রগতির চাকা  !
ত্রস্ত বিশ্ব - মৃত্যুর ভয়ে !


কিন্তু উঠলো হাজার কণ্ঠ গর্জে   -
আত্মসন্তুষ্টি ?
সেও মৃত্যু  ভয়ে ?
কাপুরুষের মতো?
আত্মসমর্পণ -স্বাভিমানের কাছে   ?


না কদাপি নয় !


আর এক সময় ?


সব কিছুই ক্রমশ বাস্পায়িত
মিশে যেতে মহাশুন্যে !


বিশ্ব   জাগে তখন  সম্মুখ সমরের
আত্মসন্তুষ্টিতে  !!

শুরু হয় উপেক্ষা    - মৃত্যুর গণনা !
হৃদয়ে বাজে -   মৃত্যু  জেতার গান  
দুর্বার সাহসে  !


আর নৃত্য জীবনের - সমাধির উপরে  !!


হয়তো কিছুদিন ...
--------------------------------------------------
Dr Pritish Chowdhury       03/06/2020