সিনকোয়াইন (Cinquain) - সাধারণতঃ অন্তমিলহীন পাঁচ লাইনের কবিতা  -
জাপানি `Haiku' এবং `Tanka' এর  স্টাইলে অনুপ্রাণিত হয়েএইরূপ কবিতা(Cinquain)
সৃষ্টি করেছিলেন  প্রসিদ্ধ  মার্কিন কবি এডিলেড ক্র্যাপসে  ( Adelaide  Crapsey: 1878-1914)  


আজকের কবিতাটি  সেই   কবির রচিত   সিনকোয়াইন- ` November Night  -এর বাংলায় ভাবানুবাদ




শোনো কর্ণপাতে...
কিভাবে মিন্মিনে  শুকনো শব্দে,
কোনো অশরীরীর  পা  সঞ্চালনে যেন,  
হিমায়িত কুড়কুড়ে পাতা, খসে আসে বৃক্ষ থেকে
আর ঝরে….  


-------------------------------
Dr Pritish Chowdhury      29/11/2018