ধুমায়মান  চায়ের কাপের সাথে
দুই কবি বন্ধুর  আড্ডা
চায়ের গুমটিতে ..


প্রথম  বন্ধু  বললো-
পরিচিতএকদিন এক কবির সাথে -
অবিন্যস্ত চুল আর দাড়ি,
হাওয়াই চপ্পল  পায়ে..
কবিতা লিখে-
দুই ঠোঁট  আঁকড়ে  ধরে
সারমিনার   ব্ৰেণ্ডের
জ্বলন্ত স্বেত ধুম্র দন্ড-
সাদা পাতা  ?  আঃ  নিষ্প্রয়োজন !
কবিতা তার  জন্ম  নেয় -
সারমিনারের  খালি পেকেটে ..


যুগের  কবি সে …


তুমি জানো ?
তার কবিতা নয় শব্দের   খেলা,
শব্দকে  খেলে   তার  কবিতা !!


প্রথম বন্ধুর চোখে চোখ রেখে দ্বিতীয় বন্ধু বলে  উঠলো- -
ভাই তোর কথা শুনে
ভাসলো আমার মনে    - কবি  জীবনানন্দ -


`সকলেই  কবি নয়, কেউ কেউ কবি'


ভাবছি  এখন আমি -
কোথায়  আমি আর তুমি ?


সেই `সকল' এর মাঝে ?
না  ঐ  `কেউ কেউ'- এর …..  ??


-------------------------------------------------
Dr Pritish Chowdhury       02/04/2019