ছোট্ট বেলায় পড়েছিলাম সেই দুটি লাইন .....


প্রেমেতে ঘুরে ভূ-মণ্ডল
প্রেমেতে ফুটে শতদল I


তাইতো সৃষ্টি কর্তার শক্তি সম শক্তি নিয়ে
বলীয়ান প্রেম পৃথিবীর মাঝে I
প্রেমভরা জীবনে
অন্ধকার রাত্রেও পূর্ণিমার
চাঁদের শ্বেতাভ,
প্রেমহীন জীবনে
পূর্ণিমার আকাশেও তামসী ভরা
রাতের বিধ্বংসী প্রভাব I
বর্বরতা,জঘন্যতায়
সৃষ্ট মানবতার কবর-স্থান পৃথিবীটা
তাই বুঝি এখনো তো সুন্দর  
প্রেমের শক্তি দিয়ে,
তাই বুঝি প্রকৃতি মোহময়ী এখনো
প্রেমের শক্তি দিয়ে,
তাই বুঝি হৃদয়ের গভীরতম বিন্দু থেকে
আসা আবেগ রূপ নেয়
ছন্দময় কবিতার
প্রেমের শক্তি দিয়ে  I


প্রেমহীন পৃথিবী
জীবন আকাশে শুধু অন্ধকারের ত্রাস,
তাইতো প্রেম খোঁজে খোঁজে আরাধনা মানুষের
একটি  প্রেম- পৃথিবীর  I


----------------------------------
ডo প্রীতিশ চৌধুরী --  20/06/2017