দুই প্রেতাত্মার
অট্টহাস্য  ছড়িয়ে পড়ে আছে এখনও
পৃথিবীর সভ্যতার নভোমন্ডলে ..
ত্রস্ত করে  পৃথিবীকে
শিবের  তাণ্ডব নৃত্যের  অবলীলার ধ্বংসলীলায়
নিদ্রাহরণ করে ....
সিন্ধু ,  নীল,  টাইগ্রিস,  ইউফ্রেটিস  নদীর  তীরের ,
মিসরের  ভূমির কিংবা হরপ্পা, মহেঞ্জোদারের  
ভূগর্ভে  সভ্যতার মমিদের কুটিল বিদ্রুপের হাঁসি
`লিটল  বয়'  আর  `ফ্যাট ম্যান'  এর
প্রেতাত্মার সঙ্গ নিয়ে ....
একবিংশ  শতাব্দীর সভ্যতার অগ্নিস্নানে
নবজন্ম নিয়ে আবির্ভূত  অধুনা
হাজার হাজর  `লিটল বয়’,
হাজার হাজার `ফ্যাট ম্যান’
পৃথিবীর প্রান্তে প্রান্তে ....
শান্তির খোঁজে ?  না  
দর্প চূর্ণ   করার  প্রয়াসে,    সৃষ্টিকর্তার ?


---------------------------------------
Dr Pritish Chowdhury        12/08/2017