অস্তাচলে সবুজ সূর্য,
ঝরা পাতার নির্জল রং নিয়ে
অতীতের সোনালী দিনের সবুজ সূর্যের
অস্ফুট ক্রন্দন,
যান্ত্রিকতা, বিশ্বায়নের ফ্রাঙ্কেনস্টাইন রূপ  
মন, মাথার ঘিলু সবখানে এখন অতি-আধুনিকতার পোকার কিলিবিল,
বিস্তারিত   ক্যান্সার আজ  সমগ্র সমাজের দেহে I
ত্রস্তমান সময় I
সর্বস্ব  এখন শুধু নিজের স্বার্থ,
হাতের থাবায়  পৃথিবী নিয়ে ভার্চুয়াল জগতে রাজভোগ,
যান্ত্রিকতার মুখোশ খুলে নীলা রৌদ্রে  সাঁতার কাটা
কল্পনার বহির্ভূত আজ,
দুরাশায় নিমজ্জিত অধুনা সবুজ সূর্যের খোঁজ I
অন্ধকারে বিলীন
নিষ্কলুষ প্রেম -ভালোবাসার কালাতিক্রমণ,
ধাবিত পৃথিবী আজ
বৃদ্ধাশ্রমে সবুজ সূর্যের খোঁজে I


----------------------------------
  ডo  প্রীতিশ চৌধুরী --  25/07/2017