কত যুগ কত কাল
দাঁড়িয়ে আছি সমুদ্রের কিনারে….
ঐ যে নীলিম সমুদ্রের জলের উত্তাল তরঙ্গ    
চোখের দৃষ্টিতে আমার  
সে কি সাগরের জল ?
সেতো বিধ্বংসী সুনামির তাণ্ডব  নৃত্য    
হৃদয়ের মাঝে প্রেম সমুদ্রের ….
আর পরাজিত  বার বার আমি
পৌঁছাতে সেই প্রেমের স্পন্দন
হৃদয়ের গোপন কোণে তোমার …


তোমার নির্বাক নিস্তব্ধতায়
শুনেছি  সুনামির অস্ফুট ক্রন্দন
চুরমার করে দুই হৃদয়ের সেতু বন্ধন..


প্রেমের প্রাচীরে খোদিত তাই আজ….
নারী আর প্রেম
হয়তো একটি মুদ্রারেই দুই পিঠ
হারিয়ে যায় যেখানে
বিশ্বাস তার স্থিতি .....
------------------------------------------------
Dr Pritish Chowdhury       13/12/2017