তুমি   প্রেমিক না প্রেমিকা আমার প্রথম উত্তাল যৌবনের   ?
তা কি  তোমার সাথেই আটকে রব স্বার্থপরের মতো আজীবন ?
আর দেবদাসের মতো, প্রয়োজনে দেব বিসর্জন জীবনটাকেই
তোমার  আস্থাহীনতায় ?


না কি , তোমার  মায়াজালে আমি  বন্দি ?
করে  জটিল থেকে আরো  জটিল জীবন ক্যালকুলাসের অংক -
শুন্য থেকে ইনফিনিটি সীমার পাকচক্রে  ?


আমি জানি তুমি চাও -
আমি  দানা ঝাপটে  থাকা একটা দিকভ্রান্ত পাখি,
এক  উদ্ভ্রান্ত উন্মাদ- মুক্তির  খোঁজে !


তার চেয়ে, রাখবো দুই পা আমার  যুদ্ধের মাঠে  -
আমার অন্তিম শ্বাস থাকে যত দিন সাথে…
  
আত্মতৃপ্তি  - দিতে নোনা থেকে আরো নোনা স্বাদ শরীরকে
তার কাঁচা রক্তের …

আর, সেই রক্ত বীজে থেকেই জন্ম  নেবে  এক একটা  রক্তিম  সূর্য -
জীবনের !
-----------------------------------------------------------------
Dr Pritish Chowdhury                            15/06/2020