যদি আবার কোন বর্ষামুখর রাতে
কবিতার আসরে আমারেই পড়ে মনে,
আমারি কবিতা বৃষ্টির ফোটা হয়ে
জমবে কি তোর কাজল চোখের কোনে?


সেই অবেলায় আবার যদি ডাকি
যেখানে অনুভূতিরা ধুসর মলিন, ভোতা
তোর রঙ বদলানো সময় রাখিস সাক্ষী,
নাহয় আরেকটু দিলি সুখের মতন ব্যথা।


যখন আমাবস্যায় উঠোনের কোনে একা
নিকশ আধারে থেমে যাবে কোলাহল,
সেই মেঠোপথ পড়বে কি তোর মনে
যেখানে আমার আজন্ম চলাচল।


যেখানে আমার সব কবিতারা মৃত
স্মৃতিরা যেখানে বিস্মৃত ক্যানভাস,
ব্যস্ত শহরে ব্যস্ত সময় ভুলে
দিবি কি আমায় একটু দীর্ঘশ্বাস?