কোথাও জীবন মেলেনা।
প্রতিদিন একই সূর্য, নিয়ম করে ডায়রীতে শব্দের আকিবুকি,
কলিংবেলে একঘেয়ে কোকিলের সুরেলা আর্তনাদ।
যন্ত্রে বা মন্ত্রে অমরত্ব চাইনা।
আমি জীবন খুজি বাসস্টপে, হোম থিয়েটারে
জীবন খুজি অফিসের কাচঘরে।
কোথাও জীবন মেলেনা।
আমি প্রেম খুজি সেলফোনে, পার্কের বেঞ্চিতে
মেসেঞ্জারে খুজি তোমার অদৃশ্য উপস্থিতি।
ইথারে ভেসে আসে প্রেম, দাঁড়িয়ে থাকে আমন্ত্রনের অপেক্ষায়
থেকে যায় বুকপকেটে, পাজর ভেঙে ভেতরে ঢুকেনা।
হঠাৎ পেছন ফিরে দেখি-
জীবন ছিল হারিকেনের আলোয়, বাংলাদেশ বেতারে
ঘুড়ির নাটাইয়ে ছিল বেচে থাকার মানে।
বিজয় কিংবা অভ্রতে নয়
আমি প্রেম দেখেছিলাম হলুদ খামে,
কাটাকুটি ভরা আনকোরা হাতের লেখায়।