নানা রঙের কষ্ট দেখেছি
নীলকন্ঠের নীল কষ্ট কিংবা
ধনীর দুলালের কল্পকষ্ট।
দেখেছি সর্বহারার কালো কষ্ট
অব্যক্ত প্রেমের ধুসর কষ্ট।
আবার দেখেছি জয়োল্লাসের রঙধনু
হলুদ রঙের বন্ধুতা।
প্রথম প্রেমের শিহরনে লজ্জায়
বেগুনী হয়ে যাওয়া কিশোরী মুখ।
শুনেছি ভালোবাসার রঙ লাল,
শুনেছি সুখের রঙ সবুজ
দেখা হয়নি,
ওবেলায় আমি এক বর্নান্ধ কবি।