সম্বলহীনে সম্বল করে লাভ কি বল?
যেখানে বহুতল ভবনেরা রুখে দিয়েছে সূর্যের পথ
সেই অন্ধকারেই থেমে গিয়েছে আমার জন্মান্তর।
আমার অগ্রজদের আঁকা পদচিহ্ন নেই এই পথে,
এখানে সুখে-অসুখে, রাগে-বিরাগে অবগুন্ঠিত হাহাকার।
এখানে নেই তোমার স্বপ্নলোকের চাবি।
তুমি বরং চলেই যাও তোমার রংতুলি নিয়ে,
আরেকটু থাকি আমি আর আমার আকাশ
নাহয় নিজের সাথেই হোক আরেকটু অভিনয়।
যদি শরত রাতে জোছনার আলোয় ভারী হয় নিঃশ্বাস,
যদি কখনো বিহাগের সুরে ধুয়ে যায় চোখের কাজল
তবে ধরে নিও-
ধরে নিও আমি এক দুঃস্বপ্নের নাম।