গত খরায় শুকিয়ে গেছে মনের জমিন।
এক পশলা বৃষ্টি চাই ___
জমিতে চাষ করার জন্যে,
ভালোবাসার বীজ রোপণ করবো আবার।
আমার এক পশলা বৃষ্টি চাই,
যে বৃষ্টির জলে ধুয়ে যাবে
মনের যতো কষ্ট গ্লানি,
মুছে যাবে শত ক্লান্তির ছাপ হৃদয় থেকে।।
মাঝে মাঝেই আমাকে একাকীত্ব গ্রাস করে।
ধীর পায়ে চুপিসারে ,
প্রবেশ করে আমার জীবনে ।
নিঃশব্দ হয়ে এসে
আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে সে।
ওই প্রচন্ড নিস্তব্ধ একাকীত্ব দূরে সরাতেই,
আমার এক পশলা বৃষ্টি চাই।
আমার কাছে এক পশলা বৃষ্টি মানে হলো
শুদ্ধতম ভালোবাসা।
যে ভালোবাসায় মরীচিকা নেই কোনো
নেই কোনো লোভ , কোনো অভিনয়।
যে ভালোবাসা আসে
পবিত্র কোনো প্রেমিক এর হৃদয় থেকে।
যে হয় হৃদয়ের অংশীদার
ভালোবাসার পথ চলার ছায়াসঙ্গী।
নিভিয়ে দেয় তপ্ত মনে জ্বলতে থাকা
উত্তপ্ত আগুনের শিখা।
প্রেমিক পুরুষ কিংবা
প্রেমিক স্বামী হয়ে যত্নে রাখে,
ভালোবাসার বীজ,চারা বা গাছটিকে।
তাদের দেয় অনুরাগের রোদ,অনুভূতির ছায়া
আর এক পশলা ভালোবাসার বৃষ্টি।
সেই এক পশলা বৃষ্টিই আমার চাই
মনের যতো ক্ষত সব মুছে নিতে।
অনুগ্রহ করে দিয়ে বাধিত করবেন কি?