জানো তো?
ইদানীং সময় কাটেই না।
সারাটাক্ষন ই আনমনা হয়ে
এক অজানা অন্ধকারে ডুবে থাকি।
মনের গহীনে,
অতল আঁধারের সাগরে,
দিক হারানো ডুবুরি যেন।
খুঁজে মরি আমার জন্যে
তোমার ভালোবাসা।
খুঁজে ফিরি
তোমার জীবনে,
আমার অস্তিত্ব।


আমার মন না
বড্ড অলস হয়েছে।
প্রতিটি মুহূর্তে,
সে তোমার আশায়
দিনাতিপাত করছে।
অথচ দেখো?
তোমার কাছে সে আছে
ছিঁড়ে যাওয়া টাকার মতো।
থাকছে থাকুক না।
ক্ষতি তো আর নেই।
বিষয়টি অনেকটা ওই
আছে বলেই থাকার মতো।


ইদানীং একটা সূক্ষ্ম ব্যথা হয় বুকে।
এ ব্যথা কিন্তু শরীরের নয়,
মনের।
ব্যথাটি হলো
তোমার ভালোবাসা না পেয়ে
উপেক্ষিত হয়ে দিনাতিপাত করার।
এই যন্ত্রণা নিয়ে আমি তোমায় দেখি।
এই যন্ত্রণা নিয়ে আমি অবাক হই।
তবুও থেমে যাই না আমি।
আবার ডুব দিই মনের গহীন সাগরে,
তোমার ভালোবাসার খোঁজে।
আবারো খুঁজে ফিরি তোমায়
ক্লান্তি হীন ডুবুরির মতো।