আগুন বলিনা তাকে,
প্রেম ও বলিনা তাকে আর।
সম্পর্ক খুঁজে ফেরে জীবনের বসন্ত বাহার |


অনুভূতি ডুবে গেছে
সময়ের চোরাবালি স্রোতে,
তবুও শরীর চায় শরীরের মানচিত্র ছুঁতে ।


চাল ডাল হিসেবের খাতা জুড়ে
গ্রীষ্মের ভ্রূকুটি জটিল,
যাপন এগিয়ে চলে
যত থাক ছন্দে গরমিল।


বর্ষা পেরিয়ে যায় নীড় বাঁধা
খড়কুটো বয়ে ।
কাশফুল ঝরে পরে পলি চরে
দীর্ঘশ্বাস হয়ে।


মুখোশেরা দাঁড় বায়,
বেয়ে চলে গ্রাহস্থ্যের,ভেলা |
স্বপ্নগুলো সয়ে যায়
আজীবন ধরে অবহেলা।


হেমন্তের বেলা শেষে
নেমে আসে স্তব্ধ ধূসরতা ,
বাতাসে শীতের গন্ধ -
মাঝে শুধু দীর্ঘ নীরবতা।


শিরা ওঠা  চার হাত খুঁজে পায়
উষ্ণতার আসল ঠিকানা।
যুগে যুগে বহমান
দাম্পত্যের মধ্যবিত্তয়ানা । ।