বেলা শেষের একলা বিকেল
তিন দুই এক উল্টো গোনে,
উলের গোলা , লাল টোপা কুল,
চু কিত্ কিত্ গল্প বোনে |


নীল সাদা স্কার্ট,
লাল ফিতে চুল,
জানলা দিয়ে কু ঝিক ঝিক |
দু চোখ ভরা রামধনু রং,
হিসেবে বিহীন স্বপ্ন অনেক |


শ্যাওলা সবুজ নিথর নদী
উথলাতে চায় উজান পানে,
জোয়ার কোথায় স্রোতস্বিনীর
শুধুই ফেরা ভাঁটা র টানে |


অনেকগুলো মাইল ফলক
পেরিয়ে এখন রাশভারী মন |
চশমা ঘেরা শ্রান্ত চোখে
সাদা কালোর অলীক বুনন |


দস্যি মন আজ রাশ পরানো,
জ্যোৎস্না ভেজা শীতলপাটি |
তবুও কেন আড়াল পেলেই
দুদ্দাড়িয়ে পেছন হাঁটে ?