সেদিন রাস্তায় দেখলাম একটি ছোট্ট ছেলেকে
যার বয়স বছর আটে'ক।
খেলা করবার বয়সেই তাকে
সংসারের দায়িত্ব হয়েছে নিতে।


তাই সে বাধ্য রাস্তায় রাস্তায় বিক্রি করতে
খবরের কাগজ আর ম্যাগাজিন।


এই কি ভারতের ছেলেবেলা?


যখন তার মাঠে ফুটবলের গোলে বল ধরবার কথা,
তখন তাকে ধরতে হচ্ছে মানুষের হাত,পা।
দিনের শেষে লক্ষ্য একটাই-
অসুস্থ মায়ের মুখে তুলে দেওয়া, খাবার-ঔষধ।


তার মনেও কি ইচ্ছে জাগেনি খেলবার?
সে কি দেখে নি স্বপ্ন বড়ো হওয়ার?


সে কেন পারলো না তাহলে
শৈশবের আনন্দে মেতে উঠতে?
তবে কি, তার জীবনের কোনও মূল্য নেই?
মূল্য নেই তার আশা ভরা মনের-
সমাজের এই অমূল্য রত্নগুলোর দায়িত্ব ভার কে বহন করবে?
শেষ পর্যন্ত কি তাহলে মায়ের বুকেই
তার শিশুরা দিনে দিনে শেষ হবে!