কোথায় আছে সেই আলো?
যা সকল অন্ধকার ঘুচিয়ে দেয়
কোথায় আছে সেই নতুন?
যা সকল পুরাতনকে সাজিয়ে নেয়
কোথায় আছে সেই আগুন?
যা সকল জঞ্জাল পুড়িয়ে দেয়
কোথায় আছে সেই সাহস?
যা সকল ভীরুতা দূর করে দেয়
কোথায় আছে সেই সংস্কার?
যা সকল অরাজকতা দূর করে দেয়
কোথায় আছে সেই বীরত্ব?
যা সকল কাপুরুষতা দূর করে দেয়
কোথায় আছে সেই মানবিকতা?
যা সকল বিভেদ ভুলিয়ে দেয়
কোথায় আছে সেই সেবা?
যা সকলের ভালো করে যায়
কোথায় আছে সেই ত্যাগ?
যা নিজেকে ভুলিয়ে দেয়
কোথায় আছে সেই সততা?
যা সকল দুর্নীতিকে হারিয়ে দেয়
কোথায় আছে সেই বীর? কোথায়?
হে ভারত, ওঠো, জাগো; একটু ভেবে দেখো।।