আমি অবশ্যি অনেক ছোট
হেলে আসা সূর্যের চেয়ে।
একজন বৃদ্ধ গাছির মতো
সেটা দিগন্তে নামে বেয়ে।
আমি জানি, আমি ছোট
ঐ পাহাড়টার চেয়ে।
সবুজ শাড়ির ওপর
দিনদুপুরে মেঘের চাদর গায়ে।
এবং আমি অবশ্যই ছোট,
ঐ মেঘনা (বা শীতলক্ষ্যা) থেকে।
ট্রলার, স্টিমার, লঞ্চগুলো
চলছে তাদের বুকে।
আমি বেশ ছোট
বটগাছটার তুলনায়।
ফুলবাগানে-আম কাননে
যার ছায়া ঐ নীলকুঠিটা পায়।


আমিতো খুবই ছোট - অতিআণুবীক্ষণিক
একজন জ্ঞানী, সক্রেটিসের, চেয়ে।
আমি উপেক্ষণীয় বটে - অবপারমাণবিক
একটি টানা দেয়া চোখের থেকে।