না! আশার দড়িতে ঝুলিয়ে,
আমি তোমায় মেরে ফেলব না,
মেতে উঠবে না আশার আফিমে।
না! আশার বিষ খাইয়ে,
আমি তোমায় খুন করব না,
রাখবোনা তোমায় আশার কফিনে।
না! আমি তোমায় নিরাশ করব না।


চোখ তো আছে? কেন খোলনি?
মেলে দেখনি কেন?
বড় চোখগুলো মেলতে যদি,
খুঁজে পেতে তুমি আশার নদী।
খুঁজে দেখনি কেন?
না! আমি তোমায় নিরাশ করব না।


যে গুণী আশা দেয় বারবার,
সে কথা বলে ভালো ভালো,
বলি আজ ব্যাকুল তোমায়
তুমি আদৌ জানো তার কারবার?


নিজে সে যে নিরাশার অন্ধকারে?
এ আকুল প্রাণ কয়,
কেউ আশা দেয় না কাহারে,
যেমতি পিতা যোগান আহারে।
পরাজয়ের পাথর করে ক্ষয়
নিরাশার বাগান বিহারে
তা খুঁজে নিতে হয়?
এ ছোট মনের বিচারে
আজ তা-ই যে মনে হয়।