হে প্রভু আমার,
কারো ব্যবহার যদি আমায় শেখায় নতুন কিছু,
ধরুক, মারুক, ছিঁড়েই ফেলুক, নিক আমার পিছু,
সেটা দেখাও প্রভু।


যদি কারো কথা জ্বালায় মোতে আগ্নেয় অনুতাপ,
যদি তার ব্যাথা পোড়ায় আমার যাবতীয় সব পাপ,
সে-কথা শোনাও প্রভু।


বিপদে-আপদে গহীন আধারে যদি হই দিশেহারা,
প্রভু তোমায় ছাড়া যদি হই সহায়সম্বলহারা,
সে দুর্যোগ দাও আমাকে।


যদি দিনশেষে জমাই পাড়ি চুড়ান্ত পরপারে,
স্মরণ যদি করি প্রভুর নাম- অন্তিম সে দ্বারে,
সে মৃত্যু দাও প্রভু।
***** ***** *****


কিন্তু আজ তো বেঁচে আছি,
যা পাবার যোগ্য আমি,
ললাট লিখনে তা-ই লিখে দাও,
হে অন্তর্যামী।