যতসব নোংরা শহরের নষ্ট ধুলো মিশে থাকে চাদরটায়..
কিংবা মিশিয়ে রাখে জ্যোত্‍স্নাবৃত স্মৃতিশহর..
হয়ত বর্ণনাসহীত কিছু রাত্রিযাপন..


আর সেই স্মৃতিশহরে..
চাঁদের আলোয় মূর্তমান রয়ে যায় কিছু মুহূর্ত..
সাদা শাড়ি কিংবা নীল পাঞ্জাবীর আদলে গড়া কিছু মুহূর্ত..
ক্ষণবিলাসী ভালো লাগাগুলি কিনে নেয় যত মুহূর্ত..
চাদর জুড়ে সুতোর ফাঁকে আঁটকে থাকে সেই চন্দ্রাহত সব মুহূর্ত..


সেই চাদর নিবিড় করে দেহজুড়ে জড়িয়ে রাখে কেউ..
হয় স্মৃতিরোমন্থন সৃষ্টি..
চাদরেতেই সুখ আর চাদরেতেই বৃষ্টি..