যখন সম্ভাবনা 'সম্ভব না' তে পাল্টে যায়,
যখন হঠাত্‍ করেই হয়ে যায়,
তখন..


এলো চুলে একা রাস্তায় আঁচল ছড়িয়ে হেঁটে যাই..
সদ্য ঝড় বয়ে যাওয়া বন মাঝারে বেঞ্চিতে গিয়ে বসি..
বসে বন্ধ চোখে অন্তর্দৃষ্টে মেঘের আনাগোনা শুনে যাই..
শুনতে শুনতে হঠাত্‍..


হঠাত্‍ দিগন্তজোড়া মিলিয়ে আসে এক আকাশে..
কালো ভারী দশ বারো মেঘের ঘনঘটায় ঝরে ঝরে পড়ে..
চারিপাশে অস্পষ্ট সময় স্থির রেখে বিরতিহীন বারিধারা নামে..
এক চুল দুই চুল করে শত শত জলফোঁটায় স্নানিত হয় কিছুক্ষণ..
হয়ত বেশ কিছুক্ষণ..


বৃষ্টিময় এ নিথর দেহ, আমি জ্যোত্‍স্না খুঁজি..
তবুও নদীর জলে এক বুক জ্যোত্‍স্না খুঁজি..
বারংবার সম্ভাবনায় জ্যোত্‍স্না খুঁজি......